
মোঃ আব্দুস সালাম, সাভার প্রতিনিধিঃ সাভারে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ এশা সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চাপাঁইন কেন্দ্রীয় জামে মসজিদে
সাভার উপজেলা ছাত্রলীগ নেতা ও সামাজিক সংগঠন রক্তিমের প্রতিষ্ঠিতা সভাপতি শাহারিয়ার ইসলাম শরিফ এর উদ্যোগে
অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব,সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী সোহেল রানা এবং সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এর জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালক করেন হাফেজ মোঃ নাজমুল ইসলাম।দোয়া শেষ সকলে গনভোজে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন চাপাঁইন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুল বাতেন,মসজিদ কমিটির সেক্রেটারি হাজী ওসমান গনি,সাভার মডেল কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুম দেওয়ান,উপজেলা ছাত্রলীগ নেতা পাভেল মাহমুদ ও আতাবর প্রিয়,পৌর ছাত্র লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান কাকন,সাভারের বিভিন্ন এলাকার ছাত্রলীগের নেতা কর্মী,এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ, মাদ্রাসার এতিম ছাত্রসহ আরো অনেকে।