
সাভার প্রতিনিধি: সাভার পৌরসভায় ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বের) সাভার পৌর সভার মিলনায়াতনে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ।এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্যাণেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্বাছ আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার , ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কৃষকলীগের সভাপতি আয়নাল হক গেদু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ডারফিন আক্তার, সাভার পৌর স্বাস্থ্য কর্মকর্তা কাজী আয়েশা সিদ্দীকা সহ প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার কর্মকর্তাদ্বয়।