ফেব্রুয়ারি ১৭, ২০২৫


বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের বিরোধিতার ভিভ্রান্তী ছড়ানোর প্রতিবাদে সাভারে স্বেচ্ছাসেবক লীগের মানব বন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য  নির্মানের বিরোধিতার  ভিভ্রান্তী ছড়ানোর প্রতিবাদে সাভারে স্বেচ্ছাসেবক লীগের মানব বন্ধন

স্টাফ রিপোর্টার: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মানের বিরুধিতার নামে  উগ্র মৌলবাদ ও ধর্মান্তকগোষ্টী কর্তৃক জনমনে বিভ্রান্তী ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগ।

রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উপজেলার সামনে এ মানববন্ধন করে তারা

এসময় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে স্মৃতি হিসেবে অনেকের ভাষ্কর্য নির্মান করা হয়েছে। আমাদের বঙ্গবন্ধুর ভাষ্কর্য তৈরি নিয়ে এতো বাধা কেন। আজ জামাত-বিএনপির যোগসাজশে এক পক্ষ বঙ্গবন্ধুর ভাষ্কর্য বিরোধিতা করছে। আর এসবের নামে জনমনে বিভ্রান্তী সৃষ্টি করছে তারা। এর তীব্র প্রতিবাদ জানায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি ইমতিয়াজ আহম্মেদ, ঢাকা জেলার ভাইস প্রেসিডেন্ট রঞ্জিত শাহা, সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, সাভার থানার সহ সভাপতি আবুল হোসাইন, সাভার পৌর সভাপতি বাবু রতন শাহ, সাধারণ সম্পাদক নাসির আহম্মেদ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া, আশুলিয়া থানা সভাপতি সহিদুল্লা মুন্সি ও সহ সভাপতি মনির হোসেনসহ প্রমুখ।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *