মোঃআব্দুস সালাম, সাভার প্রতিনিধিঃ আসন্ন সাভার পৌরসভার নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন।
শনিবার (২৮শে নভেম্বর) রাতে শাহীবাগ এলাকায় তার নিজ কার্যালয়ের সামনে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় তিনি বলেন আসন্ন সাভার পৌরসভার নির্বাচনে দলীয় নেতাকর্মী এবং ৭নং ওয়ার্ডবাসীর সমর্থন এবং ভালোবাসা থাকলে তিনি নির্বাচনে অংশ নিবেন।সকলের সহযোগিতা থাকলে তিনি ৭নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে জনগণের সেবায় কাজ করে যাবেন।
তিনি আরো বলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি বিগত দিনে চেষ্টা করেছেন ওয়ার্ডবাসীর পাশে থাকার।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে সমাজের অসহায় মানুষ গুলো যখন কর্মহীন হয়ে পড়ে তখন তিনি তার নিজ উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন।
তিনি আরো বলেন তিনি বিগত দিনে দলের যে কোন লড়াই সংগ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে এক যোগে কাজ করেছেন।আমার যোগ্যতা ও কর্মক্ষমতা বিবেচনা করে ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রুপান্তরতি করার প্রত্যয়ে আপনাদের দোয়া ও সহযোগিতার কামনা করছি।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।