স্টাফ রিপোর্টার: আসন্ন সাভার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ৮নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারনার অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮শে নভেম্বর) রাতে বর্তমান কাউন্সিলর হাজী সেলিম মিয়ার কার্যালয়ের সামনে এ অফিসের কার্যক্রম শুরু হয়। এসময় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া শেষ সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিল হাজী সেলিম মিয়া, পৌর ছাত্র লীগের সভাপতি আতাউর রহমান অভি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ জয়, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ আরো অনেকে।