মার্চ ২১, ২০২৫


মাদকের চার্জশীটভুক্ত আসামী থানা যুবলীগ নেতা

মাদকের চার্জশীটভুক্ত আসামী থানা যুবলীগ নেতা

স্টাফ রিপোর্টার : সাভারে মাদক মামলার চার্জশীটভুক্ত আসামী ফরিদ আল রাজী এখন যুবলীগ নেতা। সাভার থানা যুবলীগের পদটি কৌশলে বাগিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার এন্তার অভিযোগ রয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থায় মাদকের তালিকাতেও রয়েছে তার নাম।
থানাপুলিশ সূত্রে জানাগেছে, সাভার উপজেলার বনাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ী এলাকার মৃত শেখ আব্দুল জলিলের পুত্র সাভার থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আল রাজীসহ চার জনকে গত ২০১৮সালের ২৭এপ্রিল হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ। পরে তারা জামিনে বেরিয়ে আসে। ওই বছরের ২ মে মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো: ফরহাদুজ্জামান ভূইয়া আদালতের তাদের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল করেন। অভিযোগ পত্র নং-২৭১। অভিযো পত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, ফরিদ আল রাজীসহ গ্রেফতারকৃতরার প্রকৃতই মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা তাদের পেশা ও নেশা। তারা দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ হয়ে কৌশলে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয় করিয়া আসছিল।
খোঁজ নিয়ে জানাগেছে, গত ৭অক্টোবর যুবলীগ নেতার বড় ভাই আব্দুল ওহাব ও তার এক সংগীয়কে ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী সরদার। এটনায় ওইদিনই থানায় একটি মামলা দায়ের করা হয়।
মাদক মামলার চার্জশীটভুক্ত আসামী হয়েও ফরিদ আল রাজী কিভাবে সাভার থানা যুবলীগের যুগ্ম সম্পাদকের মতো ুরুত্বপূর্ণ পদটি আকড়ে ধরেছেন তা নিয়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রীয়া।
বনঁগাও ইউনিয়নের এক নং ওয়ার্ড সদস্য মান্না হাওলাদার জানান, ফরিদ আল রাজীসহ তার পুরো পরিবারই মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে প্রশাসনকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেয়নি। সম্প্রতি মাদক ও জঙ্গিবাদ নিয়ে বনগাঁও ইউনিয়নে এক উঠান বৈঠকের আয়োজন করেন সাভার মডেল থানা পুলিশ। সেখানে মাদক নিয়ে বক্তব্যদিতে দেখা গেছে মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা ফরিদ আল রাজীকে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *