মোঃআলী হোসেন, সাভার প্রতিনিধিঃ
সাভার এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ইন্টার্ন ডক্টর রিসেপশন প্রোগ্রাম- ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ই ডিসেম্বর) রাতে সাভার থানা রোডের পার্বত্য নগর এলাকার মামুন পার্টি প্যালেসে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
এসময় বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান মেডিক্যাল সার্ভিসেস ডিপটিসেন্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ এর উদ্যোগে প্রথম শারীর ১৫০ জন কোবিট যুদ্ধকে এই অভ্যর্থনা দেয়া হয়।
অনুষ্ঠানে ডাঃআহসান হাবিব (রাফি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃপ্রসেনজিৎ সূত্রধর।
ডাঃ আহসান হাবিব রাফি তার বক্তব্যে মেডিক্যাল সার্ভিসেস ডিপটিসেন্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ এর বিভিন্ন প্রকার ঔষধ এবং তাদের সেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।সেই সাথে তিনি সরকারের সকল স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ডাঃআরিয়ান , ডাঃনাহিদ, ডাঃসানিয়া,ডাঃআবির হোসেন,ডাঃমেহেদী হাসান সজিবসহ আরো অনেকে।অনুষ্ঠান পরিচালনা করেন টেরটরি ম্যানেজার দেলোয়ার হোসেন।