এপ্রিল ২০, ২০২৪


মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্তে শিমুলিয়াঘাটে যাত্রী চাপ বেড়েছে

মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্তে শিমুলিয়াঘাটে যাত্রী চাপ বেড়েছে

অনলাইন ডেস্ক: আজ রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলার সিদ্ধান্তে রাজধানী ঢাকার এসব কর্মস্থলে ফিরছে মানুষ। এতে দক্ষিনবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের চাপ কিছুটা বাড়তে শুরু করেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের দুই ফেরিঘাটে।
সর্বাত্মক লকডাউনে যাত্রী চলাচল বিগত কিছুদিন যাবত শিথিল থাকলেও আজ রবিবার সকাল ১০টা থেকে দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়তে দেখা গেছে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এলাকায়।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (ব্যানিজ্য) ফয়সাল আহমেদ  জানান, যাত্রীদের সংখ্যা বাড়লেও অত্যাধিক চাপ পরেনি। বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে বর্তমানে নৌরুটে ৫টি ফেরি সচল রয়েছে। এসব ফেরি দিয়ে লকডাউনের আওতামুক্ত জরুরি পন্য ও ব্যাক্তিগত যানবাহন পারাপার করা হচ্ছে।

মাওয়া ট্রাফিক টিআই মো: হিলাল জানান, সকাল থেকে ঘাট এলাকায় ঢাকামুখী কিছুটা চাপ রয়েছে

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *