এপ্রিল ১৯, ২০২৪


মোস্তাফিজের দুর্দান্ত বোলিং, হার কলকাতার

মোস্তাফিজের দুর্দান্ত বোলিং, হার কলকাতার

অনলাইন ডেস্ক: কামিন্সের পঞ্চম ডেলিভারি ডিপ মিড-উইকেট ঠেলে দিয়ে রাজস্থান রয়্যালসকে জেতান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন৷ সেই সঙ্গে পাঁচ ম্যাচ চার পয়েন্ট নিয়ে লিগ তালিকায় আট থেকে ছ’ নম্বরে উঠে এল রাজস্থান৷ আর রয়্যালেসর কাছে হেরে পয়েন্ট তালিকায় আট নম্বরে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স৷

পাঁচ ম্যাচে নাইটদের অবদান মাত্র ২ পয়েন্ট৷ প্রথম ম্যাচে সানরাইজার্সকে হারানোর পর টানা চার ম্যাচ হারে কলকাতা৷ মুস্তাফিজের রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরেছে সাকিবের কলকাতা। তবে কলকাতার একাদশে ছিলেন না আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। তাইতো সাকিব-মুস্তাফিজের লড়াই দেখা হয়নি।

রাজস্থানের হয়ে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন কাটার মাস্টার। অবশ্য এ ম্যাচে রাজস্থানের জয়ের নায়ক ক্রিস মরিস। ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। মুস্তাফিজের মতো নিয়ন্ত্রিত বোলিং করেছেন জয়দেব উনাদকাট ও তরুণ বোলার চেতন সাকারিয়া।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *