
অনলাইন ডেস্ক:আফগানিস্তানের কান্দাহার কনসুলেট থেকে সব ভারতীয়কে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে করে প্রায় ৫০ জন কর্মকর্তাকে সরিয়ে নেয়া হয়। শহরে তালেবানরা সহিংসতা করতে পারে এমন সম্ভাবনার কথা মাথায় রেখে তাদের সরিয়ে নেয়া হয়েছে। তবে মাজার-ই-শরীফে ভারতীয় কনসুলেট চালু রয়েছে। সূত্র, টাইমস অব ইন্ডিয়া।
এরই পরে প্রশ্ন ওঠে কান্দাহারে ভারতীয় কনসুলেট বন্ধ করে দেয়া হলো কিনা? এ বিষয়ে ভারত সরকার বক্তব্য স্পষ্ট করেছে। কর্তৃপক্ষ বলছে, কনসুলেট একেবারে বন্ধ করে দেয়া হয়নি। আফগানিস্তানের যেসব নাগরিক ওই কনসুলেটে কাজ করেন আপাতত তারাই কাজ করছেন। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘কান্দাহারে ভারতীয় কনসুলেট জেনারেল বন্ধ করে দেয়া হয়নি। কান্দাহারের শহরের কাছে সহিংসতার জন্য ওই কনসুলেটের ভারতীয় সব কর্মকর্তাকে ফিরিয়ে আনা হয়েছে। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। কর্মকর্তাদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান।’
তিনি বলেন, ‘কর্মকর্তাদের সরিয়ে নেয়াটা সাময়িক। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কর্মকর্তারা সেখানে কাজ শুরু করবেন। স্থানীয় কর্মীদের নিয়ে কনসুলেটের কাজ চলমান রয়েছে।’
এই কর্মকর্তা বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক চমৎকার। সেখানে ভিসা ও কনসুলার সার্ভিসের কাজ কাবুলে ভারতীয় দূতাবাসের মাধ্যমে করা হচ্ছে। ভারত সবসময় শান্তিপূর্ণ, সার্বভৌম ও গণতান্ত্রিক আফগানিস্তান চায়।’
দিল্লিতে যাদের ফিরিয়ে আনা হয়েছে তাদের মধ্যে কূটনীতিক, সাপোর্ট স্টাফ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন বলে জানা গেছে।