এপ্রিল ২৪, ২০২৪


প্রজ্ঞাপন জারি : ৮ দিন বিধিনিষেধ শিথিল

প্রজ্ঞাপন জারি : ৮ দিন বিধিনিষেধ শিথিল

অনলাইন ডেস্ক: কঠোর লকডাউন আগামী বৃহস্পতিবার থেকে ৮ দিনের জন্য শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনিত কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

গত ১ জুলাই থেকে শুরু হওয়া চলমান কঠোর বিধিনিষেধের ১৪ দিন পূর্ণ হওয়ার পর তা শিথিল হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২২ জুলাই পর্যন্ত আট দিন তা শিথিল থাকবে। পরদিন ২৩ জুলাই থেকে ৫ আগস্ট আবার কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *