
অনলাইন ডেস্ক: ছোট বোন আয়েশার সঙ্গে ফটোশ্যুট করেছিলেন বলিউড অভিনেত্রী ও মডেল নেহা শর্মা। সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে উত্তাল নেটপাড়া। ছবি দেখে দুই বোনের সম্পর্ককে সমকামের সংজ্ঞায় ফেলে দিলেন নেটবাসীর একাংশ।
ওই ছবিতে দেখা যাচ্ছে, নেহা ও আয়েশা যথাক্রমে সাদা-কালো এবং কালো পোশাক পরে রয়েছেন। একে অপরের পায়ে পা রেখে ছবি তুলেছেন তারা। তবে এক ঝলকে বোঝা দায়, কোন পায়ের মালিক কে। এই ছবি দেখেই কুমন্তব্যে মেতেছে নেটিজেনরা। কেউ বললেন, ‘তাদের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে বলে মনে হচ্ছে।’ কারো মতে, তারা সমকামী। দু-এক জন আবার সমকামী শব্দটি উচ্চারণ করতেও বাধাপ্রাপ্ত হলেন, যেন তা কোনো অশ্লীল শব্দ। কেউ আবার তাদের মা-বাবার সম্পর্কে কুৎসিত কথা বললেন।
‘ক্রুক’ ছবি খ্যাত অভিনেত্রী নেতা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নিজের সৌন্দর্যকে প্রশ্ন না করে অন্যের রূপের প্রশংসা করো। অনুপ্রেরণা পাও।’ ছবি ও ক্যাপশন দেখে কিছু নেটিজেনের ধারণা, নিজের বোনকে চলচ্চিত্র জগতে আনার জন্য নেহা এই ছবি পোস্ট করেছেন।