অনলাইন ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখও পেছানো হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির এক জরুরি সভায় পরীক্ষা বিষয়ে এই সিদ্ধান্ত হয়।পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী ২৯ অক্টোবর বিজ্ঞান ইউনিটের, ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের, ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ১০ জুলাই শনিবার থেকে শুরু হয়েছে, তা ২০ আগস্ট পর্যন্ত চলবে।
এর আগে গত শনিবার সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জানিয়েছিলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ অক্টোবর হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষা ২ অক্টোবর নেওয়ায় সিদ্ধান্ত হয়েছে, যা আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর হবে, যা ২৭ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।