মার্চ ২১, ২০২৫


সোমবারের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস

সোমবারের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস

অনলাইন ডেস্ক:কোরবানির ঈদ উপলক্ষে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে গার্মেন্টসসহ সব শিল্প-কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।একইসঙ্গে ঈদের ছুটিতে শ্রমিকদের কর্মস্থলে থাকার কথাও জানান তিনি।

মঙ্গলবার (১৩ জুলাই) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে আরএমজি–বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মালিকেরা ১৯ জুলাইয়ের মধ্যে অবশ্যই শ্রমিকদের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধ করবেন। তার এ কথার পর সভায় উপস্থিত মালিক প্রতিনিধিরা ১৯ জুলাইয়ের মধ্যে প্রায় শতভাগ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের সরকারি ছুটি তিন দিন। তবে ছুটি যে কয়দিনই নেন, অবশ্যই কর্মস্থলে থাকতে হবে। এক্ষেত্রে সরকারি ছুটির সঙ্গে কারো বদলি ছুটি পাওনা থাকলে সেটি আলোচনার ভিত্তিতে সমন্বয় করতে হবে।

ফ্রন্ট লাইনার হওয়ায় অগ্রাধিকারভিত্তিতে ৩৫ বছরের কম বয়সী শ্রমিকদের করোনারোধী টিকা দেয়ার পরিকল্পনার কথা জানালেন শ্রম প্রতিমন্ত্রী। তিনি বলেন, গণটিকার আওতায় এরই মধ্যে ৩৫ বছর বা তদুর্ধ্ব বয়সের শ্রমিকদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে শ্রম মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সকলকে সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *