
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যবিধি মেনে সাভার পৌরসভা কর্তৃক অনুমোদিত (রেডিও কলোনির স্কুল মাঠে) কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এই হাটের উদ্বোধন করেন। হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝহারুল ইসলাম, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মানিক মোল্লা, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম প্রমূখ।