মার্চ ২৯, ২০২৪


শিগগিরই দুই দেশের সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই দুই দেশের সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: সীমান্তে হত্যাকাণ্ড কমানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিগগিরই সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে। দুই দেশের সীমান্তে যে কমিটমেন্ট রয়েছে তা মেনে চললে সীমান্তে হত্যা বন্ধ করতে পারব বলে আশা করি।

শনিবার (১৭ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে বিজিবি ও বিএসএফ কমিটমেন্ট করেছে। এখন সেই কমিটমেন্ট মেনে চললে সীমান্তে হত্যা কমে আসবে।’

তিনি বলেন,‘সীমান্তে চোরাচালান বন্ধের জন্য আমরা যথেষ্ট তৎপর হয়েছি। আধুনিক ইকুইপমেন্টগুলো সংগ্রহ করছি সীমান্ত রক্ষা করার জন্য।’

অবৈধ উপায়ে সীমান্ত পারাপার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত এলাকায় লোকজন আত্মিক সম্পর্ক রয়েছে। তাদের মধ্যে সবসময় যাওয়া আসার প্রবণতা রয়েছে। এজন্য অনেক সময় একটা ভুল বোঝাবুঝি হয়। অনেক সময় একটা দুর্ঘটনা ঘটে যায়। এটার জন্য মন্ত্রিপর্যায়ে কথা চলছে, বিজিবি-বিএসএফ পর্যায়ে কথা চলছে।’

গরু ব্যবসায়ীদের নিয়ে তিনি বলেন, ‘দেশের খামারিরা এখন যথেষ্ট পরিমাণে গ্রো করছেন। আমি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেছি, তোমাদের গরু আর চাই না। তারপরও অতিলোভীরা সীমান্ত পার হয়ে যা করে তাতে দুর্ঘটনা ঘটে।’

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *