মে ০৩, ২০২৪


ঘর থেকে বেরহলেই জরিমানা গুনতে হচ্ছে

ঘর থেকে বেরহলেই জরিমানা গুনতে হচ্ছে

স্টাফ রিপোর্টার : প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে সাভার থমথমে। পুলিশ, সেনাবাহিনী কিছু সময় পরপরই টহল দিচ্ছে। মাইকিং করে সকলকে ঘরে থাকতে বলা হচ্ছে। এতো কড়াকড়ির মধ্যেও কোন প্র্রয়োজন ছাড়াই ঘর থেকে বেরিয়ে জরিমানা গুনতে হচ্ছে অনেককেই।

জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরিয়ে ১৫জন ভ্রাম্যমান আদালতে ৯হাজার ৫শ’ টাকা জরিমানা দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ডে রিকসা, অটোরিকসা ও মটোরসাইকেলে চলাচলরত লোকজনকে আটক করে ঘর থেকে বের হওয়ার কারন জানতে চান ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। যারা সঠিক জবাব দিতে পারছে তাদের ছেড়ে দেয়া হয়। আর যারা ঘর থেকে বাহিরে বের হওয়ার কোন কারন বলতে পারেনি তাদের জরিমানা করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, করোনাভাইরাসের কারনে জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বেরহতে নিষেধ করা হয়েছে। তবুও অনেকেই কোন প্রয়োজন ছাড়াই বাহিরে ঘুরাফেরা করছে। এরকম ১৫জনকে ৯হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *