এপ্রিল ২৯, ২০২৪


পাকিস্তানে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব, ৩২ জনের মৃত্যু

পাকিস্তানে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব, ৩২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : পাকিস্তানেও প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়েছে। দেশটিতে এ পর্যন্ত ২,৩৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৩২ জন মারা গেছে। এছাড়া, দেশটিতে এ পর্যন্ত ১০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন পত্রিকার খবর অনুসারে, পাঞ্জাব প্রদেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। সেখানে পর্যন্ত ৯১৪ জনের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এরপরেই রয়েছে সিন্ধু প্রদেশ; সেখানে আক্রান্ত হয়েছে ৭৫৩ জন।

এছাড়া, খায়বার-পাখতুনখোয়া প্রদেশে ২৭৬ জন, গিলগিট বালতিস্তানে ১৮৭ জন, বেলুচিস্তানে ১৬৪ জন, ইসলামাবাদে ৬২ জন এবং আজাদ কাশ্মীরে নয়জন আক্রান্ত হয়েছে।

পাঞ্জাব প্রদেশ এ পর্যন্ত ১৫ হাজার ব্যক্তিকে করোনাভাইরাসের পরীক্ষার আওতায় আনা হয়েছে। আর সিন্ধু প্রদেশে এ পর্যন্ত সাত হাজার ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে।

এরইমধ্যে পাকিস্তান করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। পাকিস্তান সরকার জানিয়েছে, তারা করোনাভাইরাস মোকাবেলায় চীনের মডেল অনুসরণ করবে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *