মে ০৩, ২০২৪


সাভারে কাভার্ডভ্যান চাপায় পোশাক কর্মী নিহত

সাভারে কাভার্ডভ্যান চাপায় পোশাক কর্মী নিহত

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারের সেচ্ছাসেবীদের ধাওয়া খেয়ে অটোরিকসা থেকে পড়ে এক নারী পোশাক কর্মী কাভার্ড ভ্যান চাপায় নিহত হয়েছে। এঘটনায় পুলিশ কাভার্ড ভ্যান জব্দ ও এর চালককে আটক করেছে।

বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গেন্ডা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম (৩২) আল-মুসলিম গ্রুপের একেএম নীট ওয়্যার লিমিটেড কারখানার সুইং অপারেটর। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। সে পৌর এলাকার রেডিওকলোনী মহল্লায় বসবাস করতো। এ ঘটনায় আহত অটোরিকসা চালককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, অটোরিকসাটি আল-মুসলিম গ্রুপের দিকে যাচ্ছিল। তখন কয়েকজন সেচ্ছাসেবী কর্মী রিকসাটিকে ধাওয়া করলে চালক পালানোর জন্য গেন্ডা বাসস্ট্যান্ডের ইউটার্ণ পয়েন্ট দিয়ে দ্রুত গতিতে ঘুরানোর সময় মরিয়ম রিকসা থেকে সড়কে পরে যায়। তখন সাভারগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান রিকসাটি ধাক্কা দিয়ে মরিয়মকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

খবর পেয়ে সাভার ফায়ারসার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে। এবং অটো রিকসা চালককে হাসপাতালে প্রেরন করেন।

সাভার মডেল থানা পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। তবে নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *