এপ্রিল ২৯, ২০২৪


সাভারে ব্যাটারি কারখানায় আগুন

সাভারে ব্যাটারি কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারের একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার টংলি পাওয়ার লিমিটেড নামক চায়না মালিকানাধীন ব্যাটারি কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার, ডিইপিজেড ও সদরদপ্তর থেকে আসা ৬টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ডিইপেজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। কিন্তু কারখানার ভিতরে এসিড ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রæত ছড়িয়ে পরে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কিছুটা বেগ পেতে হয়। পরবর্তীতে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সদর দপ্তর থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনের কাজে যোগ দেয়। এক পর্যায়ে ৬টি ইউনিটের টানা তিন ঘণ্টা চেষ্টার পরে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় ডাম্পিং এর কাজ।
অগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ।
ফায়ার সার্ভিসের জোন-৫ এর উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম জানান, ব্যাটারির এসিড থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *